মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মুঞ্জুরুল হক পাঠান
প্রকাশিতঃ ১১:২৮ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুঞ্জুরুল হক পাঠান। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ধারা অনুযায়ী চেয়ারম্যানের শূন্যপদে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অস্থায়ীভাবে এ দায়িত্ব দেওয়া হয়।
এদিকে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ হয়েছেন শারমিন আক্তার দীনা এবং প্যানেল চেয়ারম্যান-৩ হয়েছেন কবির হোসেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মুঞ্জুরুল হক পাঠান ইউনিয়নের সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মুঞ্জুরুল হক পাঠান বলেন, “ উন্নয়ন দর্শনের আলোকে জনগণের আস্থা ও বিশ্বাস রক্ষা করাই আমার প্রধান দায়িত্ব হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়নের সব কার্যক্রম পরিচালনা করব। বিশেষ করে রাস্তা-ঘাট ও অবকাঠামো খাতে কাজ করার চেষ্টা করব। আমি সকলের সহযোগিতা চাই।”