|

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিতঃ ১:৫০ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০২৫

আনোয়ার হোসেন তরফদার:


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, কৃষকদল নেতা মেজবাহউদ্দিন মাসুদ, আমিনুল ইসলাম ভাসান, অন্তর আহমেদ, ইলিয়াস আহমেদ, সোহেল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email