ভালুকায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা
প্রকাশিতঃ ৬:২৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে ভালুকা মডেল থানা।
সভায় সভাপতিত্ব করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস। সভায় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, দুর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশ, প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করবে।
এ বছর ভালুকা উপজেলায় মোট ৬২টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব পালন করবেন। নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে ইতোমধ্যে মন্ডপগুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ পূজা মন্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভায় উপস্থিত পূজা মন্ডপ কমিটির নেতারা প্রশাসনের গৃহীত পদক্ষেপের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সকলে মিলে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।