প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিতঃ ৬:১৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২৫

অফিস ডেস্ক
মানবজমিন পত্রিকায় ‘বনের জমিতে বাউন্ডারি শহীদের সাম্রাজ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। সংবাদে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
প্রথমত, সংবাদে উল্লেখ করা হয়েছে আমি বনভূমি দখল করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, রিসোর্ট, ফ্যাক্টরি ও অন্যান্য স্থাপনা গড়ে তুলেছি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার নামে বা আমার পরিবারের নামে দখলকৃত কোনো বনভূমি নেই। যেসব জমিতে আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তা পৈত্রিক এবং বৈধভাবে ক্রয়কৃত, যা কাগজপত্র দ্বারা প্রমাণিত।
দ্বিতীয়ত, আমাকে জড়িয়ে ঝুট ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মারধর ও ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এগুলোও ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রমাত্র। আমি একজন আইন মেনে চলা ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী। স্থানীয়ভাবে আমি নিজের সাধ্যমতো সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় অংশগ্রহণের চেষ্টা করি, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে নয়।
তৃতীয়ত, প্রতিবেদনে আমার রাজনৈতিক পরিচিতি বিকৃতভাবে উপস্থাপন করে বলা হয়েছে আমি অর্থের জোরে রাজনীতিতে টিকে আছি। এ অভিযোগও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছি গণমানুষের স্বার্থে, ব্যক্তিস্বার্থে নয়।
আমি বরাবরই ভালুকাকে শিল্পসমৃদ্ধ করতে কাজ করেছি, যার ফলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হয়েছে এবং তারা অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়েছে। আমার এ উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা ভালুকার সাধারণ মানুষ জানে। এর কারণে একটি স্বার্থান্বেষী রাজনৈতিক মহল ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারে নেমেছে।
এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আমি উক্ত ভিত্তিহীন সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পত্রিকার নিকট সংবাদটি প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি করছি।
— শহীদুল ইসলাম শহীদ
ব্যবসায়ী ও সমাজসেবক
যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
ভালুকা উপজেলা শাখা