|

ভালুকায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন

প্রকাশিতঃ ১০:১৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য তরুণ নেতা মোস্তাফিজুর রহমান মামুন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ভালুকা রায় বাড়ি মন্দিরসহ উপজেলার বেশ কয়েকটি মন্দিরে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মন্দিরের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন।

পূজা মণ্ডপে উপস্থিত হয়ে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। আমরা অতীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, আজ আছি, ভবিষ্যতেও থাকবো। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিএনপি সব সময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় উৎসবই নয়, এটি সামাজিক মিলনমেলা এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এই উৎসবের মাধ্যমে সব ভেদাভেদ ভুলে মানুষ মানুষে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।”

পূজা মণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহাম্মেদ কাজল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন রাজু, ছাত্রদল নেতা শরিফ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। নেতারা পূজার আয়োজকদের ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হোক এই কামনা করেন।

স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ বিএনপি নেতাদের এ আগমনকে স্বাগত জানান এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই ধরনের উপস্থিতি ও আশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের মনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করে।

Print Friendly, PDF & Email