ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন
প্রকাশিতঃ ৩:২৮ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক ভালুকা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও তথাকথিত মাফিয়া এস আলম গোষ্ঠী কর্তৃক ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে এসব অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ছাঁটাই এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে নতুন নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য শহীদুর রহমান শাহীন, মুফতি আবু বকর, খন্দকার খুররম ও নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক খাতে ন্যায্যতা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।