ভালুকায় মোর্শেদ আলমের উদ্যোগে অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ
প্রকাশিতঃ ৮:১৫ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০২৫
আনোয়ার হোসেন তরফদার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য নুরুল হক এবং সঞ্চালনা করেন শ্রমিকদল ভালুকা উপজেলা শাখার সভাপতি সৌমিক হাসান সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম। জানানো হয়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১২ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় অসহায় মানুষদের সহায়তা করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুনরায় যোগাযোগ জোরদার করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলম বলেন, “বিগত সাড়ে ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে আরও উপহার নিয়ে আসব।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বিএসসি, আয়ুব আলী কমান্ডার, সদস্য নাইমুল করিম জান্নাত, আলমগীর হোসেন, শ্রমিকদল ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা জুড়ে মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১ লক্ষ ২০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।


