|

ভালুকার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন – বাচ্চু

প্রকাশিতঃ ২:১৬ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০২৫

আনোয়ার হোসেন তরফদার:

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় শিক্ষকরা স্থানীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস দেন।

তিনি বলেন, একটি সমাজের মূলভিত্তি হলো শিক্ষা। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাই তাদের মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, ভালুকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক শিক্ষার আলোয় আলোকিত করতে আমি কাজ করতে চাই। আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা মহোদয় গন। 

Print Friendly, PDF & Email