ভালুকায় বিনামূল্যে মেডিকেল সেবা
প্রকাশিতঃ ৪:০০ অপরাহ্ণ | নভেম্বর ২২, ২০২৫
আনোয়ার হোসেন তরফদার:
ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসায় নাক, কান ও গলা রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে সেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর ডিপার্টমেন্ট অব ইএনটি অ্যান্ড হেড-নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল মনির।
চিকিৎসা ক্যাম্প আয়োজন করেন পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ছায়েফুজ্জামান ফয়সাল, মোঃ আসাদুজ্জামান মামুন ও মোঃ আমিনুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভরাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মোনায়েম খান।
চিকিৎসা ক্যাম্পে অংশ নিয়ে ডা. ইকবাল মনির বলেন, “সারা ভালুকাজুড়ে এ ধরনের মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা রয়েছে। অনেকেই নাক, কান ও গলার রোগের গুরুত্ব বুঝতে পারেন না। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং গুরুত্ব বোঝাতেই আমাদের এই উদ্যোগ।”


