|

ভালুকায় নীরব শিক্ষা বিপ্লব;১২ ঘণ্টা ডিউটির পর বই হাতে শ্রমিক ও চাকরিজীবীরা

প্রকাশিতঃ ৬:১১ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
শিল্পাঞ্চল ভালুকায় যেখানে দিনভর ভারী যন্ত্রের শব্দ আর শ্রমের ব্যস্ততা, সেখানে নীরবে ঘটছে এক শিক্ষা বিপ্লব। ১২ ঘণ্টার ক্লান্তিকর ডিউটি শেষে শ্রমিক ও চাকরিজীবীদের হাতে এখন বই-খাতা। রাজপথে নয়, শ্রেণিকক্ষ ও অনলাইন প্ল্যাটফর্মে এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে ‘ই-লার্নিং একাডেমি বাংলাদেশ’।
অভাব, পারিবারিক চাপ কিংবা জীবনের বাস্তবতায় যাদের পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছিল, তাদের নতুন করে শিক্ষার স্বপ্ন দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। ভালুকা ও আশপাশের শিল্প এলাকায় বসবাসকারী বিপুলসংখ্যক গার্মেন্টস শ্রমিক ও চাকরিজীবী সামান্য শিক্ষাগত যোগ্যতার অভাবে দীর্ঘদিন একই পদে চাকরি করছেন, বঞ্চিত হচ্ছেন প্রমোশন ও উচ্চশিক্ষার সুযোগ থেকে। এই বাস্তবতাকে সামনে রেখেই চালু করা হয়েছে বিশেষ নাইট শিফট ও অনলাইন শিক্ষা কার্যক্রম।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. রানা জানান, “আমাদের অনেক শিক্ষার্থীর ১০ থেকে ১৫ বছরের পড়ালেখার গ্যাপ রয়েছে। কেউ কেউ অষ্টম শ্রেণি পাস না থাকায় এসএসসিতে ভর্তি হতে পারছিলেন না। কারিগরি বোর্ডের অধীনে আমরা সরাসরি এসএসসি (ভোকেশনাল) এবং মাত্র এক বছরে এইচএসসি (প্রাইভেট) পাসের সুযোগ দিচ্ছি। শিক্ষাকে সহজ ও ভীতিহীন করাই আমাদের লক্ষ্য।”
শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশজুড়ে সেবা দিচ্ছে। চাকরিজীবীদের সুবিধার্থে রাত ৮টার পর জুম অ্যাপে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও লেকচার, পিডিএফ নোটস এবং পরীক্ষার জন্য বিশেষ শর্ট সাজেশন দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী (৩৫) বলেন, “লজ্জায় এতদিন কাউকে বলতে পারিনি যে আমি এসএসসি পাস নই। এখানে ভর্তি হয়ে এখন আমি এইচএসসি পরীক্ষার্থী। সবচেয়ে বড় আনন্দ—আমার ছেলে আর আমি একসঙ্গে টেবিলে বসে পড়াশোনা করি।”
বর্তমানে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ই-লার্নিং একাডেমি বাংলাদেশে এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (প্রাইভেট/BMT), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও অনার্স কোর্স এবং বিভিন্ন কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এসএসসি ভোকেশনালে ১৩ থেকে ৫০ বছর বয়সী শিক্ষার্থীরা বয়স শিথিল সুবিধায় ভর্তি হতে পারছেন।
আগ্রহী শিক্ষার্থী ও চাকরিজীবীরা স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় (বিকাশ অফিসের বিপরীতে) অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন।
শিক্ষার মাধ্যমে সমাজ বদলের এই উদ্যোগ প্রমাণ করছে—ইচ্ছাশক্তি থাকলে বয়স, সময় কিংবা ব্যস্ততা কখনোই শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

Print Friendly, PDF & Email