|

ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নেতৃত্বে কালাম-হালিম

প্রকাশিতঃ ৮:৪৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি: ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচনে দৈনিক ইত্তেফাকের ফুলবাড়িয়া সংবাদদাতা আবুল কালাম সহসভাপতি-১ ও কালের কণ্ঠের ফুলবাড়িয়া প্রতিনিধি মো. আব্দুল হালিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার ( ২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া প্রেস ক্লাবের তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন ভোটারের মধ্যে ৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সহসভাপতি-২ মো. নজরুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক আলী আশরাফ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোত্তালিব নির্বাচিত হন। এ ছাড়া কার্যকরী সদস্যসহ সম্পাদকমণ্ডলীর ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফুলবাড়িয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির দায়িত্ব পালন করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ।

Print Friendly, PDF & Email