ভালুকার খবর-এস. ইসলাম
প্রকাশিতঃ ২:৩০ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০১৮

শুনিতেছি বেশ কদিন যাবত, মনে মনে করেছে মানত
আমাদের আদরের ধন, মো. আসাদুজ্জামান সুমন!
ভাবছে সে ভালুকা নিয়া, নিজের যত জ্ঞান বুদ্বি দিয়া!
সংবাদ মাধ্যম যেমন, ভালুকাতে হলে হবে বা কেমন?
অভিজ্ঞ যত লোকজন, দিলেন সাড়া যে পারে যেমন!
সহজে জানব যত খবর, চিন্তাটা কিন্তু হয়েছে যব্বর!
সুমন সবার সাথে পরামর্শ করে, নামটা কি হতে পারে?
সবার একমত এক নজর, নাম চুড়ান্ত “ভালুকার খবর”!
অধীর অপেক্ষায় আছি, না জানি আর কয়দিন বাঁচি?
“ভালুকার খবর” প্রকাশে, কবে উদয় ভালুকার আকাশে?
শুধু একা আমি নই, ভালুকার সকল শ্রেনীর মানুষই
সবে সুমন তোমায় জিজ্ঞাসে, ঠিক আছতো অবশেষে?
আমরা শুভাকাংখী যে কজন, হিসাব করছি দিনক্ষন
আমাদের সবের আশা, কবে মিটবে মোদের পিপাসা?
ভাবছি শুধু মনে মনে, “ভালুকার খবর” পাব কতক্ষনে?
কমতি ছিল না কিন্তু কখনও তোমার প্রতি ভালবাসা!
বাদ দিয়া সব দ্বন্ধ দ্বিধা, অতিক্রম করবে সকল বাধা
উদ্যম হারিওনা কোনমতে, আমরা সবে তোমার সাথে,
যে যা ইচ্ছা তাই বলুক, সহযোগিতা করুক না করুক
ভয় নাই কিছুতে, ইনশাল্লাহ সফল আল্লাহর রহমতে ।
এস. ইসলাম
ছায়ানীড়, ৩নং ওয়ার্ড ভালুকা পৌরসভা।