|

নববর্ষ- খোন্দকার শাহিদুল হক

প্রকাশিতঃ ৪:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০১৮

খোন্দকার শাহিদুল হক

এবার খাবো পান্তা-মরিচ
থাকবে পেঁয়াজ সাথে
জরিমানা গুণতে হবে
থাকলে ইলিশ পাতে।
নববর্ষের সাত সকালে
পান্তা হলেই হলো
থাকতে পারে শুঁটকি তাতে
কিংবা মাছের ঝোলও।

মেলায় গিয়ে মুড়কি মুড়ি
জিলাপি আর মিষ্টি
না খেলে কি মন ভরে গো
এটাই হলো কৃষ্টি।

কাঁচের চুড়ি চুলের ফিতা
ঠোঁটের রংও কিনবো
যতই টানুক ঘোমটা মাথায়
দেখলে ঠিকই চিনবো।

বলবো তাকে লজ্জা কিসের
মেলার থেকে আনা
পরলে তোমায় বেশ মানাবে
এটা আমার জানা।

মাটির কলস কাঁখে নিয়ে
নূপুর বেঁধে পায়
দেখবো তাকে মুগ্ধ হয়ে
জলকে যখন যায়।

বৈশাখ আসে তুফান নিয়ে
সঙ্গে প্রবল বৃষ্টি
তা না হলে হয় কখনও
ভালোবাসার সৃষ্টি।

মেলায় হবে লাঠি খেলা
কাটবে দেখে বেলা
থাকলে সখী পাশে আমার
সুখ কুড়াবো মেলা।

 

লেখক

প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।

সাবেক সিএ-কাম- ইউডিএ, উপজেলা নির্বাহী অফিস, ভালুকা।

Print Friendly, PDF & Email