|

বাংলাদেশ বেতারের সৌজন্যে ধীতপুর খেলার মাঠে উন্মুক্ত কনসার্ট

প্রকাশিতঃ ৩:২৭ পূর্বাহ্ণ | এপ্রিল ১০, ২০১৮

আগামী ১৯ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধীতপুর শ্রোতা ক্লাবের উদ্যোগে, বাংলাদেশ বেতারের সৌজন্যে ধীতপুর খেলার মাঠে উন্মুক্ত কনসার্ট।
সংগীত পরিবেশন করবেন লিজেন্ডারী কন্ঠশিল্পী… খুরশিদ আলম, আগুন, ক্লোজআপ তারকা, রাজিব, রন্টিদাস, পুতুল, প্রিয়াংকা বিশ্বাস।
উক্ত কনসার্টে আপনারা সবাই আমন্ত্রীত।
মাস্তি হবে নাচে – গানে।
উপস্থাপনায়– মীর আহসান হাবিব বাপ্পী ও বাঁধন।

সুত্র- fb/E Mehady Hasan

Print Friendly, PDF & Email