ভালুকায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কিশোর আটক
প্রকাশিতঃ ৫:০৭ পূর্বাহ্ণ | এপ্রিল ১০, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ভালুকায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রনি ঢালী (১৭) নামের কিশোরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রনি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা এলাকার আব্দুল খালেক ঢালীর ছেলে।
সোমবার দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি করে প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রকে শনাক্ত করা হয়। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে রোববার (০৮ এপ্রিল) দিবাগত রাতে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেবের নেতৃত্বে লবনকোঠা এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে স্বীকার করেছে রনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এইচএসসি পরীক্ষাকে পুঁজি করে চক্রটি বিভিন্ন ধরণের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলো।
আটক রনির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।