যদি তুমি না চাও- মো. কামরুজ্জামান তুহিন
প্রকাশিতঃ ১০:২০ পূর্বাহ্ণ | এপ্রিল ১০, ২০১৮

যদি তুমি না চাও
তোমায় ছেড়ে যাব না।
এমন প্রশ্ন করো না।।
চলে যাব তোমায় ছেড়ে
একথা বলবো কেন,
যাব না, কখনো জেনো
যদি তুমি চাও।।
যদি যেতে হয়
যাব চলে,
না ফেরার দেশে
দু’ জনে এক সাথে
যদি তুমি চাও।।
হাতে হাত রেখে
নিশ্চিন্তে চলি
সমান্তরাল পথে,
ভাবনাদের নিয়ে
কাটাকাটি, স্বপ্ন বুনি।
তুমি আমি, আমি তুমি
আমাদের স্বপ্ন দেখা,
এক বালিশে শান্তি খোঁজা
অভিমানে দু’পাশ ফিরে
চোখের নোনা জল ফেলা।
গরম চায়ের পেয়ালায়
এপাশে তুমি, ওপাশে আমি,
সাথে রিমোটে ঝড়,
টিভি সিরিয়াল না খবর !
এভাবেই কাটছে সময়
হাসছে প্রাণ, ফুটছে স্বপন
কখনো কাছে বা দূরে
ত্যাগ, ক্ষমা আর ভালবাসায়
তবু রয়েছি এক সূতোয় বাঁধা !
ঘুছানো কি এলোমেলো
ঠিক কি বেঠিক
চাই না জানতে
না চাই বুঝতে
থাকবো এক সাথে
যদি তুমি চাও।।
তোমায় ছেড়ে যাব না।
এমন প্রশ্ন করো না।
যদি তুমি না চাও।
লেখক: উপাধ্যক্ষ ভালুকা ডিগ্রী কলেজ ও সাবেক জেলা প্রতিনিধি দৈনিক প্রথম আলো।