|

ভালুকায় শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের অভিযোগ

প্রকাশিতঃ ৪:১৩ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০১৮

তমাল কান্তি সরকার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় শাহীন ক্যাডেট স্কুলের নিয়মিত ছাত্র-ছাত্রীরা দুই পরিচালকের হাতে নির্যাতিত হওয়ার একটি লিখিত অভিযোগ উপজেলা নিবার্হী অফিসার বরাবর জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৯ এপ্রিল রবিবার সকালে শাহীন ক্যাডেট স্কুলের নিয়মিত ছাত্র-ছাত্রীরা দুই পরিচালক আরিফ ও সেলিমের হাতে নির্যাতিত হয়। এসএসসি পাশ শিক্ষক দিয়ে হাই স্কুল সেকশনের ক্লাশ নেওয়ানো হয়। প্রতিমাসে স্কুল ও কোচিংয়ের নামে ৫হাজার টাকা করে নেয়া হয়। ছাত্র-ছাত্রীরা আরও অভিযোগ করে বেতন ও কোচিংয়ের টাকা সময় মত দিতে না পারলে লোহার রড দিয়ে তাদেরকে পিটানো হয়ে থাকে। ওই স্কুলে প্রতিদিন ক্লাশ হয় না। ক্লাশের পরিবর্তে রিভিশন হয়। ছাত্র-ছাত্রীরা দুই পরিচালকের বিরুদ্ধে এক শিক্ষিকার সাথে অনৈতিক কার্যকলাপের কথাও উল্লেখ করে। ৩৭ জন শিক্ষার্থী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ স্থানিয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিয়েছে। শিক্ষার্থিরা এসব অপকর্মের বিচার দাবী করেছে। প্রতিষ্ঠিানের পরিচালক আরিফ ও সেলিম জানান,ঘটনাটি ষড়যন্ত্র মূলক ও ভিত্তি হীন। শাহীন স্কুলের চেয়ারম্যানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যয়নি।

Print Friendly, PDF & Email