|

ভালুকা ক্লাবের নতুন কমটিতে সভাপতি সুমন, সম্পাদক রানা

প্রকাশিতঃ ২:৪৮ পূর্বাহ্ণ | এপ্রিল ১৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: স্বেচ্ছাসেবী সংগঠন “ভালুকা ক্লাব” এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠীত কমিটিতে মো. সুমন খানকে সভাপতি ও মো. সোহেল রানাকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার সন্ধায় ভালুকা ক্লাব কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সার্বিক বিষয়ে পর্যালোচনা শেষে ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য জর্জ  মিয়া, মান্নান মিয়া, আলী মিয়া, আফাজউদ্দিন খান ও আসাদুজ্জামান সুমন এর উপস্থিতিতে পূর্বের কমিটি  বিলুপ্ত করে নবগঠীত কমিটি ঘোষণা করা হয়। আংশিক ঘোষিত কমিটিতে অপরাপর নেতৃবিন্দ হলেন,  সহ-সভাপতি খোরশেদ আলম ইমন,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সেলিম খান,  সাংগঠনিক সম্পাদক তানভীর আহাম্মেদ শরিফ ও কোষাধক্ষ আদি খান শাকিলকে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য যে, “আমরা করবো, আমরা পারবো, আমাদের পারতেই হবে” স্লোগানকে সামনে নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভালুকা ক্লাব ইতিমধ্যে বেশ কয়েকবার শীত বস্র বিতরণ,  রোহিঙ্গাদেকে ত্রাণ বিতরন, চক্ষু শিবিরে সহযোগীতা, নিয়মিত রক্তদান সহ বেশ কিছু  প্রশংসনীয় কাজ করেছে।

নবগঠীত কমিটির সভাপতি মো. সুমন খান ও সাধারন সম্পাদক মো. সোহেল রানা ভালুকাবাসীর সার্বিক সহযোগীতা ও দোয়ার ক্লাবটির সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি সহ সমাজবেসামূলক কাজ করতে চায়।

Print Friendly, PDF & Email