ভালুকায় নানা আয়োজনে বর্ষবরণ
প্রকাশিতঃ ১:৪০ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৮

মো. রফিকুল ইসলাম রফিক: বাঙ্গালীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিকে ধারন-লালন,অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে ভালুকায় উদযাপিত হলো বর্ষবরণের অনুষ্ঠান। উগ্র মৌলবাদ,জঙ্গীবাদ ও অশুভ শক্তির বিরুদ্ধে জাতি,ধর্ম,নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় আলোচনা সভায়।
সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে নানা রঙ্গে ও ঢঙ্গের সাজসজ্জায় নারী-পুরুষ সহ হাজারো লোকের অংশ গ্রহনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ভালুকা ডিগ্রী কলেজ মাঠে শোভাযাত্রার সমাপ্তি ঘটিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,সহকারী কমিশনার(ভুমি) দীপায়ন দাস শুভ,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ,
ভালুকা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ,সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াসেক আল আমিন শিপন,উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান রিপন,সাধারন সম্পাদক এজাজুল হক পারুল,ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চান মিয়া,উপজেলা শিক্ষা অফিসার(বিদায়ী) মোহাম্মদ শহিদুজ্জামান,সহঃ শিক্ষা অফিসার শিকদার মোঃ হারুন অর রশিদ, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, এ্যাপোলো ইন্সটিটিউট’র অধ্যক্ষ এআরএম শামছুর রহমান,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেক উল্লা চৌধুরী,হালিমুন্নেছা চৌ.মে.বা.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক আইয়ুব হোসেন খান,প্রাথমিক শিক্ষক সমিতি নেতা কেএম ইদ্রিস আলী,আশরাফ উদ্দিন, ভালুকা মডেল সপ্রাবি’র প্রধান শিক্ষক নাসরিন জাহান,ভালুকা বালিকা সপ্রাবি’র প্রধান শিক্ষক জাহা আফরোজ সাঈদা,পুর্ব ভালুকা সপ্রাবি’র প্রধান শিক্ষক শাহানারা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকগন।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।