|

ভালুকায় ছাগল নিয়ে ঝগড়া: যুবক খুন

প্রকাশিতঃ ১২:২১ অপরাহ্ণ | এপ্রিল ১৮, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:   ভালুকায় ছাগল নিয়ে ঝগড়ায় আলামিন (২৩) নামে এক যুবক খুব হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কংশেরকুল গ্রামে । নিহত আলামিনের চাচা রুবেল মিয়া জানান ১৭ এপ্রিল (মঙ্গলবার) আনুমানিক বেলা ১২ টার দিকে একই গ্রামের পার্শ্ববর্তি ফয়েজ উদ্দিনের সাথে ছাগল নিয়ে ঝগড়া হয় আলামিনের পিতা কদ্দুছ মিয়ার সাথে সে সময় আলামিনের সাথেও কথা কাটাকাটি হয়,এক পর্যায়ে ফয়জুল দা দিয়ে আলামিন কে কোপ দেয়। সাথে সাথেই আহত অবস্থায় আলামিনকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করে কর্তব্যরত ডাক্তার।
ঢাকায় নেওয়ার পথে আলামিনের মৃত্যূ হয়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে আলামিনের লাশ থানায় রয়েছে।

Print Friendly, PDF & Email