|

আলহাজ্ব সাকেন আলী‘র দাফল সম্পূর্ন

প্রকাশিতঃ ৮:২২ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০১৮

স্টাফ রিপোর্ট : ভালুকার বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব এম এ ওয়াহেদ’র পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাকেন আলী মেম্বারের জানাযা নামাজ উপজেলার আঙ্গারগাড়া ইউনাইটেট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
জানাজা নামাজে ভিবিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন  ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড.মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু, সখিপুর উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, সখিপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন ধনু, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, হাজার হাজার ভক্ত ও শোভাকাঙ্খী অংশ নেন।
উল্লেখ্য আলহাজ্ব এম এ ওয়াহেদের পিতা আলহাজ্ব সাকেন আলী মেম্বার গত বুধবার রাতে  ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে আলহাজ্ব সাকেন আলী তার স্ত্রী,৫ ছেলে ২মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।

Print Friendly, PDF & Email