|

ভালুকায় বন্ধুর ক্ষুরের আঘাতে আহত কিশোর

প্রকাশিতঃ ১২:৫৯ পূর্বাহ্ণ | এপ্রিল ২১, ২০১৮

স্টাফ রিপোর্টঃ ভালুকায় বন্ধুর ক্ষুরের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এক কিশোর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ভালুকা ও ত্রিশালের মধ্যেবর্তী এলাকা বগারবাজার নামক স্থানে। এ ঘটনায় আহত কিশোরের বাবা সাইফুল ইসলাম বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সূত্রে জানা যায়, উপজেলার নিশিন্ধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে কিশোর মাসুদ রানা কে তার এক বন্ধু মোবাইল ফোনে বগার বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে মাসুদের উপর আক্রমণ করে ক্ষুর দিয়ে পিঠ বরারব আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মাসুদ রানা এবছর ভরাডোবা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

Print Friendly, PDF & Email