ভালুকায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিতঃ ৪:০৮ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০১৮

স্টাফ রিপোর্ট : ভালুকায় কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ি ঘর, গাছপালা, উঠতি বোর ধান ও গ্রীস্মকালীন ফল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ওই কাল বৈশাখী ঝড়ে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
জানাযায়, পৌর সদরের শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার রাজৈ, হবিরবাড়ি, কাচিনা, ডাকাতিয়া ও মেদুয়ারী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় কাল বৈশাখী ঝড় তান্ডব চালায়। ঝড়ে পৌর সদরের ভালুকা ফজিল মাদ্রাসার টিনের চালা উড়িয়ে নিয়ে যায় ।
ভালুকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম নূরী জানান, কালবৈশাখী ঝরে আমাদের মাদরাসায় টিনের চালা উড়িয়ে নিয়ে এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঝড়ের কারনে সাময়িক ভাবে শিক্ষার্থীদের পাঠ দানে একটু অসুবিধা হবে। এছাড়াও বিভিন্ন গ্রামে বাড়ি ঘর, গাছপালা, উঠতি বোর ধানের ব্যাপক ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা , সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু পরিদর্শন করেন ।