ভালুকায় সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্র নিহত
প্রকাশিতঃ ১০:৩৩ পূর্বাহ্ণ | এপ্রিল ২২, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার: ভালুকায় কভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় পিতা ও পুত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩জন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ময়মনসিংহগামী কভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো- ১১-৪২-৯৫) পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার (চট্র মেট্রো-ক ০২-০৯-৪১) ধাক্কাদিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী পল্লি চিকিৎসক কাদির মাস্টার (৬৫) নিহত হয়। পরে ময়মনসিংহ নেওয়া পথে তার ছেলে জুয়েল খান মারা যায়। প্রাইভেটকারে থাকা তার ২ বাছির খান, বিপ্লব খান ও ড্রাইভার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। নিহত কাদির মাস্টারের বাড়ি উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামে।