ভালুকা মডেল থানা পরিদর্শন করেছেন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি
প্রকাশিতঃ ৬:৩৫ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জেন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। রবিবার দুপুরে ডিআইজি নিবাস চন্দ্র মাঝির নেতৃত্বে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) এসএ নেওয়াজী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মো. রায়হানুল ইসলামসহ জেলার পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে থানাটি পরিদর্শন করেন। থানায় প্রবেশের পর তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ পিপিএম। পরে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান শেষে উপজেলার চৌকিদার সাথে সংক্ষিত মতবিনিময় শেষে থানাটি ঘুরে দেখেন তারা। উর্ধতন অফিসারদের আগমন উপলক্ষে থানাটি সেজেছিলো ভিন্ন অঙ্গীকে। থানার ভিতর ও বাহিরের পরিবেশ দেখে ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সন্তোষ প্রকাশ করেন।