ভালুকায় গৃহবধুকে ভুল বুঝিয়ে স্বর্ণের চেইন খুলে নিলো রিক্সাওয়ালা
প্রকাশিতঃ ৭:২৫ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় এক গৃহবধুকে পিতলের বার দেখিয়ে স্বর্ণের চেইন খুলে নিয়ে পালিয়েছে এক রিক্সাওয়ালা। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ৩নং ওয়ার্ড মোচারভিটা নামক স্থানে। এ ঘটনার ২ঘন্টা পর সন্ধেহ জনক ভাবে কামাল নামের এক রিক্সাওয়াকে আটক করেছে ওই মহিলাসহ স্থানীয় লোকজন।
জানাযায়, মোচারভিটা এলাকার কালা মিয়ার স্ত্রী ভালুকা বাজার থেকে রিক্সা নিয়ে তাদের বাড়িতে যায়। রিক্সা থেকে ওই গৃহবধু নামার সময় রিক্সাওয়ালা মহিলাকে দেখিয়ে মাটি থেকে কাগজে মোড়ানো একটি পিতলের বার তুলে। পরে মহিলাকে বলে আপা এতবড় স্বর্ণের বার আমি দোকানে বিক্রি করতে গেলে দোকানদার আমাকে চোর বলবে। তারচেয়ে ভালো আপনার সাথে যা আছে আমাকে আপনি দিয়ে দেন আর আপনি এই সোনার বার দিয়ে নতুন করে আপনার গহনা বানিয়ে নিবেন। গৃহবধু তার কথায় রাজি হয়ে তার গলার সোনার চেইন খুলে দিয়ে দেয় রিক্সাওয়ালাকে। পরে মহিলা বাড়িতে গিয়ে তার পরিবারের লোকদের দেখালে তিনি বুজতে পারেন যে, পিতল দিয়ে তার কাছথেকে সোনার চেইন নেওয়া হয়েছে। ঘটনার ২ ঘন্টা পর সন্ধেহজনক অবস্থা ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম এলাকার কামাল নামের এক রিক্সাওয়ালাকে আটক করেছে। পরে মিমাংশার জন্য ওই রিক্সাচালক ও মহিলাকে নিয়ে উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমানের কাছে যায় স্থানীয়রা।