ছুটির দিনেও কাজ পরিদর্শন করেন ভালুকার পিআইও
প্রকাশিতঃ ৫:২৪ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০১৮

মিসবাহুল ইসলাম সা‘দ: সরকারী কর্মকর্তারা ছুটির দিনটি বরাদ্ধ রাখেন পরিবারের লোকজন, ব্যাক্তিগত কাজ, আত্মিয়স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া অথবা নিজে একটু শারীরিক বিশ্রামের জন্য। কিন্তু তার ব্যাতিক্রমি একজন ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলি মো. মনিরুল হক ফারুক রেজা। তিনি সরকারী রুটিন কাজের বাইরেও একজন পরিশ্রমী, দায়িত্বশীল, সৎ ও মেধাবী অফিসার। তার এমন কাজে যেমন খুশি তার উর্ধ্বতন কর্মকর্তারা তেমনই বিরক্ত তার দপ্তরের সাথে সংশ্লিষ্ট দুর্নিতীবাজ ব্যাক্তিরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারী শাহজাহান জানান, আমাদের অফিসের কাজগুলো থাকে সাধারনত অজপাড়াগা‘য়, পিআইও স্যারের সাথে প্রকল্পের সাইট পরিদর্শনের কাজে মোটরসাইকেলে আমিই বেশিরভাগ সাথে থাকি। স্যার সরকারী ছুটির দিনে সাইট পরিদর্শনে ব্যাস্ত থাকেন সবচেয়ে বেশি। কেননা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ছুটির দিনেই বেশিরভাগ কাজে নিন্ম মানের সামগ্রী ব্যাবহার করে। রুটিন সাইট পরিদর্শনের বাইরে ছুটির দিনেও সাইট পরিদর্শন যেন এখন স্যারের রুটিন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাজের প্রশংসা করে ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একজন সৎ ও পরিশ্রমী মানুষ। আমি ব্যাক্তিগত ভাবে উনাকে খুব পছন্দ করি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলি মো. মনিরুল হক ফারুক রেজার সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রতি অনেকের নেতিবাচক ধারণা থাকে।আমি চেষ্টা করি সকল কিছুর উর্ধে¦ থেকে সরকার যে দায়িত্বটুকু আমার উপর ন্যাস্ত করেছেন তা সঠিক ভাবে পালন করতে। সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু পালক করি তাহলে আমাদের দেশের আমূল পরিবর্তন খুব বেশি সময়ের ব্যাপার নয়।