|

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশিতঃ ৪:১১ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৮

মো. আজাহারুল হক, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রীজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার(৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলা থানা পুলিশ নদের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাগলা থানার ওসি মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে দুই দিন আগে অজ্ঞাত ওই বৃদ্ধ নিহত হয়েছেন। এটা হত্যাকাণ্ড কিনা বলা যাচ্ছেনা।  লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলেও জানান ওসি।

Print Friendly, PDF & Email