ভালুকায় বি.এম হার্ডওয়্যার এন্ড স্যানেটারীর উদ্বোধন
প্রকাশিতঃ ১০:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা বি.এম হার্ডওয়্যার এন্ড স্যানেটারীর শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ভালুকা সরকারী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে সালাম সুপার মার্কেটে অধুনিক সকল ধরনের হার্ডওয়্যার ও স্যানেটারীর সমন্বয়ে প্রতিষ্ঠিত শো-রুমটির উদ্বোধন করা হয়। দোকানটির প্রতিষ্ঠাতা প্রবাসী দুই সহোদর আব্দুল মহিন ও মনিরুজ্জামান বাহার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ পিপিএম। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সালাম মার্কেটের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, ভালুকা ইলেক্ট্রিক এ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব জোবায়ের হোসেন, সভাপতি মোস্তুফা কামাল, সাধারন সম্পাদক মৌলাদ হোসেন প্রমুখ।