|

ভালুকায় বি.এম হার্ডওয়্যার এন্ড স্যানেটারীর উদ্বোধন

প্রকাশিতঃ ১০:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা বি.এম হার্ডওয়্যার এন্ড স্যানেটারীর শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ভালুকা সরকারী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে সালাম সুপার মার্কেটে অধুনিক সকল ধরনের হার্ডওয়্যার ও স্যানেটারীর সমন্বয়ে প্রতিষ্ঠিত শো-রুমটির উদ্বোধন করা হয়। দোকানটির প্রতিষ্ঠাতা প্রবাসী দুই সহোদর আব্দুল মহিন ও মনিরুজ্জামান বাহার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ পিপিএম। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সালাম মার্কেটের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, ভালুকা ইলেক্ট্রিক এ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব জোবায়ের হোসেন, সভাপতি মোস্তুফা কামাল, সাধারন সম্পাদক মৌলাদ হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email