ভালুকা বাজার বয়েজ ক্লাবের উদ্দ্যোগে বৈশাখী মেলা
প্রকাশিতঃ ১০:৩০ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৮

মিসবাহুল ইসলাম সা‘দ, ভালুকার খবর: ভালুকা বাজার বয়েজ ক্লাবের আয়োজনে বৈশাখী মেলা ও উন্মোক্ত কনসার্টে হয়েছে। শুক্রবার বিকলে ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হয়।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ভালুকা বাজার বয়েজ ক্লাবের উপদেষ্টা সাইমুর রহমান হেলাল, সভাপতি আদি খান শাকিল, সাধারন সম্পাদক তানভির আহাম্মেদ শরিফ, সদস্য আশিকুর রহমান শ্রাবন, আরিফিন শুভ, আজমির আলম, শাকিল আহাম্মেদ, মাহিদ সরকার, নিলয় খান, নিয়াজ খান, আব্দুল্লাহ আল- আল মামুন, রাকিবুল ইসলাম, রাতুল সরকার প্রমুখ।