|

ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩ আহত ১৫

প্রকাশিতঃ ১০:৫৭ পূর্বাহ্ণ | মে ০১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:ভালুকায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও১৫জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিডস্টোর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফারুক আহম্মেদ (২৮) ও ঈশ্বরগঞ্জ উপজেলার তোফায়েল আহম্মেদ (২৭)।

আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রকিবুল বলেন, “সিডস্টোর বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রী নিহত হয়।”

Print Friendly, PDF & Email