|

বর্ষার রুপ- শফিকুল ইসলাম খান

প্রকাশিতঃ ১২:১৭ অপরাহ্ণ | মে ০১, ২০১৮

শফিকুল ইসলাম খান:

আকাশে আজ কালচে আভা,
সূর্যের আলোয় মেঘের থাবা।
পথ হারিয়ে মেঘের মেয়ে
দূর অজানায় ছুটছে ধেয়ে।
রংধনুর রং আকা বাঁকা-
কোন্ দিক ফিরে দৃষ্টি রাখা।
মেঘ কন্যা আসছে নেমে-
আকাশ ভেঙ্গে বর্ষা ঝড়ে।
বিলে ঝিলে শাপলা হাসে।
কেয়া ফুলের বাসন্তী-
দূত সেজেছে রুপন্তী।
আমি আছি ভিন্ন সাজে
কেয়া ফুলের গন্ধ মেখে।
পদ্ম পাতায় বৃষ্টি পরে-
ফুটায় ফুটায় ছিটকে ওঠে,
টেংড়া পুটি নাচে তালে।
রাখাল ঘুমায় অলস কালে,
খোকন ঘুমায় জড়িয়ে মাকে
ঘুম ভাঙ্গে তার মেঘের ডাকে।

লেখক: শিক্ষক ও কবি

Print Friendly, PDF & Email