|

ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস পালন

প্রকাশিতঃ ১২:৪৪ অপরাহ্ণ | মে ০১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তুফা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. এ. কে. এম. মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা সুলতানা মনি প্রমুখ। র‌্যালীতে শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email