পাগলের সুখ মনে মনে- হুমাউন কবিব
প্রকাশিতঃ ৪:১২ অপরাহ্ণ | মে ০১, ২০১৮

হুমাউন কবিব:
পাগলের সুখ মনে মনে
সিডিষ্টোর থেকে সখিপুর রাস্তার বাটাজোর থেকে সখিপুরের অংশ পরিষ্কার ঝকঝকে,সিডিষ্টোর থেকে ঢাকা ও ময়মনসিংহ আগের চেয়ে কতো সুন্দর, সমস্যা হলো সিডিষ্টোর থেকে বাটাজোর, আর এই সমস্যাকে কিছু বি এন পি জামাতের দালালেরা সমগ্র দেশের সমস্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে খুব মজা পাচ্ছে,
পাগলের সুখ মনে মনে,,
আওয়ামী ও স্বাধীনতার পক্ষের যারা তারা জানেন সমস্যা কোথায়,অঝথা বি এন পি জামাতের হাওয়ার সাথে গা মেলাবেন না।
লেখক: কচিনা ইউনিয়ন যুবলীগ নেতা।