গাসিক নির্বাচনে জাহাঙ্গীর ও হাসানের প্রচারণায় কেন্দ্রীয় নেতারা
প্রকাশিতঃ ৫:৪৭ পূর্বাহ্ণ | মে ০৩, ২০১৮

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণার মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোটের লড়াইয়ে জমজমাট হয়ে উঠছে নগরী।
ইতোমধ্যে নৌকা ও ধানের শীষের জমজমাট প্রচার-প্রচারণায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে গাজীপুর। প্রার্থী ও সমর্থকদের বাইরে সাধারণ ভোটারদের মধ্যেও উত্তাপ ছড়িয়ে পড়ছে।
অপরদিকে, বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে দলের স্থানীয়সহ অনেক কেন্দ্রীয় নেতা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
নির্বাচন নিয়ে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণায় বাকযুদ্ধ ক্রমশ জোরালো হয়ে ওঠেছে নির্বাচনী মাঠে। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরস্পরের বিরুদ্ধে অপরের দুর্বলতা, অতীত কর্মকাণ্ড, বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যর্থতা ইত্যাদি তুলে ধরে নিজের পক্ষে ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন।
এছাড়া বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও নিজেদের ভোটের বাক্সে ভোট টানতে চাচ্ছেন তারা। প্রচারণায় এ বাকযুদ্ধের কারণে কিছু কিছু ভোটারকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা যায়।
এদিকে, বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই। সাধারণ ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে দলবেঁধে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।
বুধবার বিকেলে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বর্ষণ। এতে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ব্যাঘাত সৃষ্টি হয়। তবে অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের বৃষ্টি দমাতে পারেনি। তারা বৃষ্টিতে ভিজে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।
জাহাঙ্গীর আলম ও হাসান সরকারের গণসংযোগ :
বুধবার সকাল ৯টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম তার নির্বাচনী প্রচার অভিযানে নামেন। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নগরীর কাশিমপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর থেকে দিনের গণসংযোগ কর্মসূচি শুরু করেন। ওই এলাকার দক্ষিণ পানিশাইল, নুরুন নগর, মামুন নগর, চক্রবর্তী, ডালাস সিটি, লতিফপুর, হাতিমারা, সারদাগঞ্জ, স্কয়ার গেট, সুলতান মার্কেট, সুরাবাড়িতে গণসংযোগ ও পথসভা করেন তিনি। পরে ২ থেকে ৬ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। তার প্রচার-প্রচারণায় যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
গণসংযোগকালে জাহাঙ্গীর আলম বলেন, আমি নির্বাচিত হলে গাজীপুর সিটির আটটি অঞ্চলে শ্রমিকদের জন্য স্বল্প ভাড়ার আবাসিক কমপ্লেক্স নির্মাণ করবো। ন্যূনতম ৫০ বিঘার সেসব কমপ্লেক্সে পরিকল্পিত স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মার্কেট এবং বিনোদন পার্ক থাকবে। গাজীপুরকে ক্লিন সিটি ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলবো।
অপরদিকে, হাসান উদ্দিন সরকার সকাল থেকে তার নিজ বাসভবনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল ৩টার দিকে তিনি ৪৩ নম্বর ওয়ার্ডে ফকির মার্কেট, পাগাড় ঝিনু মার্কেট, সালামের আটার কল, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডে টঙ্গীর গোপালপুর, টিঅ্যান্ডটি শিলমুন স্কুল ও মরকুন প্রাইমারি স্কুলসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, যুবদল নেতা প্রভাষক বশির উদ্দিন, আরিফ হোসেন হাওলাদার, জসিম উদ্দিন ভাট ও গাজী সালাহ উদ্দিন প্রমুখ।
হাসান উদ্দিন সরকার এ সময় সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এছাড়া ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
এ সময় তার সঙ্গে ছিলেন- বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা শাহীন হাসনাত, মাহমুদা ডলি ও শাহজাহান সাজু প্রমুখ।