|

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

প্রকাশিতঃ ৬:০২ পূর্বাহ্ণ | মে ০৩, ২০১৮

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চাঁন মিয়া (৫০) এবং তার ভাতিজা মিস্তারুল হক (২৫)।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম জানান, উপজেলার জাটিয়া ইউনিয়নে ফানুর গ্রামের নিজ বাড়ির পাশে ধান মাড়াই কলে কাজ করতে গিয়ে বিকেল ৩টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন চাঁন মিয়া (৫০)। এসময় তাকে বাঁচাতে ভাতিজা মিস্তারুল হক (২৫) এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

জাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল হক ঝন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Print Friendly, PDF & Email