ওসি মামুনকে অশ্রুশিক্ত বিদায় দিলো গ্রাম পুলিশরা
প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ণ | মে ০৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা মডেল থানা থেকে সফল ওসি মামুন-অর-রশিদ পিপিএম কে অশ্রুশিক্ত বিদায় দিলো গ্রাম পুলিশরা । বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানার সভাকক্ষে ওই বিদায় সংবর্ধণার আয়োজন করে চৌকিদাররা। মামুন-অর-রশিদকে বিদায় দেওয়ার সময় আবেগআপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরে কয়েকজন চৌকিদার। চৌকিদারদের কান্না দেখে ওসি মামুনও চোখের পানি ধরে রাখতে পারেনি।
ওসি মামুন-অর রশিদ চৌকিদারদের আয়োজিত বিদায় সংবর্ধণার বক্তব্যে বলেন, ভালুকার মডেল থানায় আমার সফলতার পিছনে অন্নতম ভূমিকা রয়েছে গ্রাম পুলিশদের। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।