|

ভালুকার ইলেকক্ট্রিক ব্যাবসায়ীদের অনুষ্ঠান শনিবার

প্রকাশিতঃ ৮:৩৭ অপরাহ্ণ | মে ০৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা ইলেকক্ট্রিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ই মে শনিবার অনুষ্ঠিত হবে। ভালুকা উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বিকাল ৪টা থেকে ওই অনুষ্ঠানটি হওয়ার কথা। অনুষ্ঠানটির প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনের নেতারা।
নবগঠিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালুকা উপজেলা ইলেকক্ট্রিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি মোস্তুফা কামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মওলাদ হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ইলেকক্টিক এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিচালক সিহাব রিফাত আলম রুপম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ইলেকক্ট্রিক এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাহাবুব হাসান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা সুলতানা মনি ও ওসি মামুন অর রশিদ পিপিএম।

Print Friendly, PDF & Email