ভালুকায় ইলেকক্ট্রিক ব্যাবসায়ীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১২:০৩ পূর্বাহ্ণ | মে ০৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা ইলেকক্ট্রিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে ওই পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতিয়েছেন চ্যানেল আই সেরা কন্ঠশিল্পি মুনিয়া মুন ও নিশাদ, লালন কন্ন্যা মমতাজ লিমা জাহানসহ স্থানীয় শিল্পিরা।
নবগঠিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালুকা উপজেলা ইলেকক্ট্রিক এ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তুফা কামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মওলাদ হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকক্টিক এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিচালক সিহাব রিফাত আলম রুপম, প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ইলেকক্ট্রিক এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিচালক মাহাবুব হাসান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।