ভালুকায় বনভূমিতে অবৈধ ভাবে বাড়ি নির্মান হচ্ছেই
প্রকাশিতঃ ৮:১১ অপরাহ্ণ | মে ০৬, ২০১৮

আব্দুল আউয়াল ঢালী: ভালুকা উপজেলার হবিরবাড়ী বীটের অন্তর্গত হবিরবাড়ী মৌজায় বিভিন্ন দাগে গেজেট ভূক্ত বনভূমি অবৈধ ভাবে দখল করে বাড়ি নির্মান অব্যাহত রয়েছে। এসব নির্মান কারীদের বিরোদ্ধে স্থানীয় বন বিভাগ রহস্য জনক কারনে কোন আইন গত ব্যবস্থা গ্রহন করেনি।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় হবিরবাড়ী মৌজায় ৯ নং দাগে (অবঃ) সেনা সদস্য নূরুল ইসলাম ও একই দাগে তাজ উদ্দিন আহম্মেদের বহুতলা বিশিষ্ট বাড়ি নির্মানের কাজ অব্যাহত রয়েছে। একই মৌজার ১৯ নং দাগের হুমায়ুন আহম্মেদ, আব্দুল খালেক, আসাদুজ্জামান, আব্দুস ছালাম, শহিদ উল্লাহর বনভূমিতে ভবন নির্মান অব্যাহত রয়েছে।
এছাড়াও হবিরবাড়ী মৌজায় ৯ নং দাগে মোকারম হোসেন ১ একর ৬০ শতক ভূমিতে সীমানা প্রাচির নির্মান করছে। ভবন নির্মান কারীরা জানিয়েছেন, স্থানীয় বন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এ সব ভবন নির্মান করছি।
এ ব্যাপারে হবিরবাড়ী বিট কর্মকর্তা হাফিজুর রহমান জানান অবৈধ ভাবে বনভূমি দখল করে যারা ভবন নির্মান করছে তাদের নির্মান কাজ বন্ধ করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানা, এসব ভবন নির্মানকারীদের কাছে বিভিন্ন অংকের টাকা নিয়ে বন ভূমি অবৈধ দখলদারদের হাতে তুলে দিচ্ছে স্থানীয় বন কর্মকর্তারা। এসব ভূমিতে ভবন নির্মান অব্যাহত থাকলেও এদের বিরুদ্বে কোন আইনগত পদক্ষেপ গ্রহন করা হয়নি। এলাকাবাসীর দাবী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একজন উর্ধতন বন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে এসব ভবন নির্মানের স্থান ত্রুটি মুক্ত তদন্ত করা হলে সত্যতা প্রমানিত হবে।