|

ভালুকায় সাংবাদিকদের সাথে নয়া ওসি’র পরিচিতি সভা

প্রকাশিতঃ ১২:১৮ পূর্বাহ্ণ | মে ০৮, ২০১৮

আব্দুল আউয়াল ঢালীঃ রবিবার সন্ধ্যায় ভালুকা মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফিরুজ তালুকদার পিপিএম  ভালুকায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ভালুকা প্রেস ক্লাবের সকল সদস্যদের সাথে পরিচিতি সভা ও থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এসময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিয়ে রুধে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, গণমাধ্যম কর্মীদের সহযোগিতা না পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব নয়।

ভালুকা মডেল থানার মিডিয়া সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, সাবেক সভাপতি আব্দুল আউয়াল ঢালী, এস এম শাজাহান সেলিম, মাইন উদ্দিন, সহ সভাপতি আতাউর রহমান তরফদার, সাধারন সম্পাদক ফিরুজ খান, যুগ্ম সম্পাদক আক্কাস আলী, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মিয়া, ক্লাব সদস্য মুখলেছুর রহমান মনির, তমাল কান্তি সরকার, কামরুল এহসান চন্দন, আলমগীর হোসেন, জাহিদ হাসান, মনিরুজ্জামান খান, এস এম জামান, জহিরুল ইসলাম জুয়েল, মনিরুজ্জামান খান, মাহমুদুল হাসান ফুরাদ ও শাহাব উদ্দিন আলোচনায় অংশ নেন। এসময় ভালুকায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে থানা পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

Print Friendly, PDF & Email