গফরগাঁওয়ে শিক্ষিকাকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ
প্রকাশিতঃ ৪:১৮ পূর্বাহ্ণ | মে ০৯, ২০১৮

আজাহারুল হক, গফরগাঁও: গফরগাঁও পৌর এলাকার রাগাইচটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবিনা ইয়াছমিন নামে এক স্কুলশিক্ষককে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতে আহত শিক্ষক বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাঘাইচটি গ্রামের খাইরুল বাসারের সঙ্গে তার সৎ ভাই খোকার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ১ মে খাইরুলের বাড়ির প্রবেশ মুখে ইট ও বালুর স্তূপ দিয়ে অবরোধ করে রাখে সৎ ভাই খোকা মিয়া।
এ বিষয়ে খোকা মিয়াকে জিজ্ঞেস করতেই খোকা ও তার লোকজন ঘরে প্রবেশ করে খায়রুল ও তার স্ত্রী ব্র্যাক স্কুলের শিক্ষক সাবিনা ইয়াসমিনের মাথার চুল কেটে দেয়।
এ ব্যাপারে খায়রুল বাশার বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি বেদখল দিতে চায় আমার সৎ ভাই খোকা। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে ও আমার স্ত্রীকে নির্মমভাবে মারধর ও কুপিয়ে জখম করে। পরে আমার স্ত্রীর মাথার চুল কেটে দেয়। গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় সোমবার রাতে অভিযোগ পেয়েছি।