ভালুকায় বজ্রপাতে ৪ স্কুল ছাত্রী আহত
প্রকাশিতঃ ৪:১৭ অপরাহ্ণ | মে ০৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় বজ্রপাতে ৫ম শ্রেণীর ৪জন স্কুল ছাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪৬নং পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতে ছাত্র ছাত্রী আহত হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগম জানান, বৃষ্টির সময় বাচ্চারা স্কুলের বারান্দায় খেলতেছিলো। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয়, তখন ৫ম শ্রেণীর ছাত্রী, সর্না আক্তার (১০), তানজিনা আক্তার (১১), অন্তরা (১০) ও নুসরাত জাহান নৌরিন অসুস্থ হয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদেরকে নিয়ে আমরা হাসপাতালে যাই। ছাত্রীরা সবাই এখন আল্লাহর রহমতে সুস্থ্য আছে।