|

ছাত্রলীগের নেতৃত্বে আলোচনায় যারা

প্রকাশিতঃ ৩:০১ পূর্বাহ্ণ | মে ১১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে আসতে পারেন বলে যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন কমিটির  সহ-সভাপতি আদিত্য নন্দী, আরেফিন সিদ্দিক সুজন, চৈতালী হালদার চৈতী, সাংগঠনিক সম্পাদক শেখ মো. শওকতুজ্জামান সৈকত, আশিকুল পাঠান সেতু, প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রাব্বানী, পাঠাগার সম্পাদক ইলিয়াস সানী, প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, উপ-আইন সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সহ-সম্পাদক মাহফুজ ইবনে রহমান দিপু, খাদিমুল বাশার জয়, এ এফ রহমান হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল। গঠনতন্ত্র অনুযায়ী গত বছরের ২৬ জুলাই কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। সেদিন পর্যন্ত যাদের বয়স ২৯ বছরে রয়েছে তাদের নিয়েও আলোচনা রয়েছে সর্বমহলে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যোগ্য, মেধাবী, বিচক্ষণ, সাহসী ও বিরোধী দলে রাজপথে ছিলেন তাদের মধ্য থেকে এবারের শীর্ষ নেতৃত্ব আসবে বলে জানা গেছে। এসব বিবেচনায় আলোচনার শীর্ষে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার (ঢাবি) সভাপতি আবিদ আল হাসান, কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও যুগ্ম-সম্পাদক সায়েম খান।

Print Friendly, PDF & Email