ভালো কাজের সূচনা হউক নিজ থেকেই
প্রকাশিতঃ ১০:০২ অপরাহ্ণ | মে ১২, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:
আমরা মানুষ। আছে আমাদের বিবেক বুদ্ধি, সে কারনেই আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের আছে একটা সমাজ, আর সে সমাজে বাস করে অনেক লোকজন। সেইসব লোকের মাঝে থাকে কিছু মুখোশধারি লোক আর এদের কাজ হলো সমাজ কে কুলশিত করা।
সমাজের সংশোধন একক ব্যক্তি থেকেই শুরু হয়। অনেকই মনে করে সবাই তো এই কাজটি করছে, তখন আমি একা সঠিক কাজ করে কি করবো ? এটা স্রেফ শয়তানের ধোকা। অন্যরা যা ইচ্ছা তাই করুক। আমি শুরু করবো ভালো কাজ।
আল্লাহ তায়ালা কুরআনে বলেন, তোমরা যখন সৎপথে রয়েছো তখন কেহ পথভ্রষ্ট হলে সে তোমাদের কোন খতি পৌছাতে পারবেনা। ( সূরা মায়েদা ঃআয়াত ১০৫) নিজের ইচ্ছায় বা নিজের গতিতে নিজের লেনদেন আল্লাহর থেকে সংশোধন করে নাও এবং যেই আখলাক নবী করিম সাঃ বর্ণনা করেছেন তার উপর আমল কর।
আমরা যদি সকলের সামনে কে ভাল আর কে মন্দ তা বলতে পারি তাহলে আমরা সমাজ কে ভাল করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
সুতরাং আমরাই পারি সমাজ কে ভাল করতে ভাল কাজের দ্বারা। আর এই ভালো কাজের সূচনা করতে হবে নিজ থেকেই।
লেখক
প্রকাশক: ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।