|

ভালকা হেল্পলাইন স্বেচ্ছাসেবীদের বৃদ্ধাশ্রমে একদিন

প্রকাশিতঃ ১০:১৮ অপরাহ্ণ | মে ১২, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  প্রতিবছরের ন্যায় এই বছরেও ভালুকা হেল্পলাইন (অনলাইন গ্রুপের) স্বেচ্ছাসেবীদের এর আয়োজনে “বৃদ্ধাশ্রমে একদিন সিজন ০২” সম্পন্ন হয়েছে। শুক্রবার সারাদিন বয়স্ক পূনবার্সন কেন্দ্র এ বৃদ্ধা-বৃদ্ধাদের সাথে সময় কাটানো,হাাসি, নাচ গান, অাড্ডা, তাদের সুখ দুঃখ ভাগাভাগি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্লাড ডোনেশান সোসাইটির আমিনুল ইসলাম খান, তিনি বলেন প্রথমবার এরকম একটি ব্যাতিক্রম প্রোগ্রাম দেখলাম ভবিষৎ যতদিন প্রোগ্রাম হবে আমি সহ আমার পুরো টিম থাকবে। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন ভালুকা ক্লাবের সভাপতি সুমন খান, সহ সভাপতি মোহাম্মদ ইমন, অভ্যুদয় এর দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রিটন, পাঠাগার সম্পাদক রুমান আরিয়ান, কার্যকরী পরিষদ সদস্য ইমন তালুকদার, আল মাহমুদ পিয়াস, তানজিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক ইভেন্ট হোষ্ট ইমন তালুকদার সাগর বলেন আমি অনেকদিন যাবত বৃদ্ধাশ্রমে অাসি গতবছর (১০ই মার্চ ২০১৭ইং) আমি এবং পিয়াস বৃদ্ধাশ্রমে একদিন অনুষ্ঠান করি। আমরা আসলে তারা অনেক খুশি হয় হয়তো তাদের সাথে আমরা একটা মায়ার টানে পড়েছি। তাই এইভাবে এই বছরেও আসা। এসময় তিনি আরও বলেন আমি নতুনদের নিয়ে প্রোগ্রাম করি থাকি আরকটি বিশেষ শিক্ষা নেওয়ার জন্য তাদের কষ্ট গুলো সবাই উপলদ্ধি করার জন্য যাতে আর কোন বাবা মা কে  বৃদ্ধাশ্রমে যেতে না হয়।

সহ ইভেন্ট হোষ্ট আল-মাহমুদ পিয়াস বলেন, সবার সহযোগিতায় ইভেন্ট সফলভাবে সম্পুর্ন করেছি। ইনশাআল্লাহ পরেরবার আরও ভাল হবে। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, কবি অভিজিৎ রায়,কআবু সাইদ সরকার, রুমান আরিয়ান, আশরাফুল আলম,ওয়াহিদুল ইসলাম পাভেল, তানজিনা নীল,স্থিতি আক্তার, রফিকুল ইসলাম রিটন, আল-আমিন সহ অারও অনেকেই ।

Print Friendly, PDF & Email