শত চেষ্ঠা তোমার অামার
প্রকাশিতঃ ২:২৯ অপরাহ্ণ | মে ১৫, ২০১৮

মো. কামরুজ্জামান তুহিন:
তোমার যা কিছু ভাল লাগা, নিশ্চয়
তার অনেক কিছুই অামার নয়।
অামার সব ভাল লাগা
সব তা কি করে তোমার হয় !
তোমার সাথে অামার
অামার সাথে তোমার
পছন্দ~অপছন্দ সব
মানিয়ে নেয়ার অবিরত
শত চেষ্ঠা তোমার~অামার।
খুনসুটি কিংবা ঝগড়া
অভিমান অার অপেক্ষা
কাধিয়ে কাধা, হাসিয়েও চোখ মোছা
মান ভাঙ্গাতে শতবার সরি বলা।
এরই নাম প্রেম, এই বুঝি ভালবাসা !
লেখক: উপাধ্যক্ষ ভালুকা ডিগ্রী কলেজ ও সাবেক জেলা প্রতিনিধি দৈনিক প্রথম আলো।