|

নতুন ধারা – আবুল বাশার শেখ

প্রকাশিতঃ ৯:১৭ অপরাহ্ণ | মে ১৫, ২০১৮

আবুল বাশার শেখ:

কিশোর বেলায় মিশ্র স্মৃতি
মনে পড়ে বার বার,
ইচ্ছে করে ফিরে যেতে
হয় না ফেরা আর।
ইচ্ছে মতো ঘুরাঘুরি
মুক্ত মনে খেলা,
গল্প গানের আড্ডায়
শেষ হতো মোর বেলা।
রাত্র যখন গভীর হয়
মনে পড়ে স্মৃতি,
কিশোর বেলাই ভাল
মুক্ত প্রেম প্রীতি।
যাবেনা তো ফেরা আর
স্মৃতিমাখা পথ ছাড়া,
জীবন পথের অগ্র যুদ্ধ
আনবে নতুন ধারা।

লেখক: সাংবাদিক ও কবি

Print Friendly, PDF & Email