ভালুকায় নারী মিল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিতঃ ১:০৯ পূর্বাহ্ণ | মে ১৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় লাভলি আক্তার (২৩) নামের এক নারী মিল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার এসআই হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাস্টারবাড়ি ক্রাউন ওয়ার প্রাইভেট লিঃ নামের গার্মেন্টস্ এর নারী শ্রমিক ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ওয়াহিদুল ইসলামের স্ত্রী দুপুরে মিল থেকে এসে ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরুজ তালুকদার জানান , লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।