ভালুকা ডটকম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ৬:৩৮ অপরাহ্ণ | মে ১৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল “ভালুকা ডটকম” এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার দুপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ভালুকা প্রেস ক্লাব থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আউয়াল ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু । অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শাহ মোঃ আলী আজগর ও সদস্য সাইফুল ইসলামের পরিচালনায় কেক কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন হাজী বেলাল ফকির।
আলোচনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, এ্যাপলো ইনস্টিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটন, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ খান, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, জহিরুল ইসলাম জুয়েল ও শাহ মোঃ আকরাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের ভালুকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ সুধি জন উপস্থিত ছিলেন।